৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারির তারিখ চূড়ান্ত
Published on Wednesday, January 13, 2021 at 8:39 pm
এমসি ডেস্ক : সরকারি চাকরির জন্য ৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথাক্রমে চলতি বছরের ১৯ মার্চ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বুধবার এ তারিখ চূড়ান্ত করা হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সভায়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো না হলেও সভায় অংশ নেয়া একজন নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪২তমের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ৪১তম বিসিএসে ৪ লাখ ৭৫ হাজার জন আবেদন করেছেন। ৩১ হাজার আবেদন জমা পড়েছে ৪২তম বিসিএসে। ৪২তমতে গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হয়।
বাংলাদেশ সরকার -ফাইল ছবি
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এ সংখ্যা পরবর্তীতে আরো বাড়তে পারে।
এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা বলা হয়।
Leave a Reply