২৯ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট
Published on Thursday, December 26, 2019 at 8:06 pm
এমসি ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৯ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক জরুরি বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব।
আ স ম রব বলেন, ‘২৯ তারিখে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। এই কর্মসূচির জন্য আগে থেকে কোনো অনুমতি নেওয়া হবে না। আমাদের কর্মসূচিতে যদি কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে লাগাতার বিক্ষোভ শুরু হবে এবং এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়বে।’
‘জাতীয় নির্বাচন হয়েছিল ৩০ ডিসেম্বর, কর্মসূচি কেন ২৯ ডিসেম্বর’ সাংবাদিকরা প্রশ্ন করলে জেএসডি’র সভাপতি বলেন, ‘২৯ তারিখ থেকে ভোট কারচুপি শুরু হয়। তাই ২৯ তারিখেই আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে।’
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসিন রশীদ, শহিদুল্লাহ কায়সার, জেএসডির সিরাজুল ইসলাম, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
Leave a Reply