২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
Published on Saturday, October 12, 2019 at 2:02 pm
এম আর মামুনঃ আগামী ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ‘নিসচা’ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ১২অক্টোবর সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খাজানুর হায়দার লিমন। সংগঠনের অর্থ সম্পাদক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায়- প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- সংগঠনের সিনিয়ির সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসান ফরিদ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কর্মসূচী ঘোষণা করেন ।
কর্মসূচী গুলি হলো: ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে সকালে বর্নাঢ্য র্যালি ও ব্যাপক সচেতনতার জন্য সর্ব সাধারণের মাঝে লিফলেট বিতরন। বিভিন্ন যানবাহনের চালকদের নিয়ে আলোচনা সভা ও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে আনসার সদস্য নিয়োগ। দূর্ঘটনা বিষয় সম্পাদক আনোয়ারুল হক বলেন- ফুলবাড়ীতে গত বছরে ৯৭টি ছোট-বড় দূর্ঘটনায় নিহত হয় ১৭জন। এসব দূর্ঘটনায় আহত হয় ১৭৫জন । নিহতদের মধ্যে শুধু শিক্ষার্থীই ৬জন। তিনি এসময় বলেন- ফুলবাড়ীর ৩৩টি দূর্ঘটনা প্রবন স্থান আমরা চিহ্নিত করেছি। যেগুলিতে আমরা জেব্রা ক্রসিং ও রোড সাইন দেয়ার চেষ্টা করছি। আরও বক্তব্য রাখেন- প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম রাসেল পারভেজ, প্রচার সম্পাদক ইকবাল হাসান, দপ্তর সম্পাদক সবুজ মোহন্ত, সমাজ কল্যাণ সম্পাদক পূর্ণিমা রানী, কার্যকরী সদস্য ডাঃ সোলাইমান মন্ডল, সোয়েব ডিউ, তাজুল ইসলাম, আব্দুল হাদি, সুমাইয়া আক্তার লিজা সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মী । সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ সুমন।
Leave a Reply