হিলি সিমান্তে বিজিবি-এর অভিযানে ৪ লক্ষ ৭০ হাজার টাকার ফেন্সিডিল উদ্ধার
Published on Wednesday, May 17, 2017 at 1:09 pm
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি গত ২দিনে সীমান্তে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৭০ হাজার টাকার ভারতীয় নিষিদ্ধ ১,১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
১৪ মে ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় ঘাসুড়িয়া বিওপির নায়েক সুবেদার মোঃ মোকছেদ আলীর নেতৃত্বে বিজিবি টহল দল সীমান্তে আভিযান চালিয়ে ৫৮৮ বোতল ফেন্সিডিল আটক করেন। যাহার মূল্য আনুমানিক ২ লক্ষ ৩৫ হাজার টাকা। আপর দিকে কাটলা বিওপির নায়েক সুবেদার মোঃ আবু তাহের ১৫ মে রাত্রী সাড়ে ৪টায় সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন ৫৮৯ বোতল ফেন্সিডিল আটক করেন। আটক কৃত মাদকের মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলীর সাথে আটকের বিষয়ে কথা বললে তিনি জানান বিজিবি’র সদস্যরা চোরাচালান দমনে সীমান্তে সক্রীয় রয়েছে। তারা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদক আটক করে। তবে চোরাকারবারীদেরকে আটক করা সম্ভাব হয়নি। তিনি আরও জানান, বর্তমান সীমান্তে চোরাচালান, সীমান্তে হত্যা, নারী-শিশু পাচার শূন্যের কোঠায় নেমে এসেছে।
Leave a Reply