হিলি-দিনাজপুর,হিলি-বগুড়া রুটে বাস চলাচল শুরু
Published on Sunday, November 24, 2019 at 3:09 pm
দিনাজপুর প্রতিনিধিঃ সরকার কাগজপত্র ঠিক করতে সাত মাস সময় দেওয়ায় ও নতুন আইনের ধারা শিথিল করার আশ্বাসের প্রেক্ষিতে চালকরা বাস চালানো শুরু করায় পর আবারো দিনাজপুরের হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।
আজ রবিবার সকাল থেকে এই দুই পথে বাস চলাচল স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। এদিকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ওই পথে চলাচলরত যাত্রিদের।
হিলি বাসস্টান্ডের চেইন মাস্টার রেজাউল ইসলাম বলেন, নতুন আইনের কারনে চালকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় গত বৃহস্পতিবার বিকেল থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল বন্ধ ছিল। সম্প্রতি সরকার বাসের কাগজপত্র ঠিক করতে আগামী ৩০শে জুন পর্যন্ত সময় দেওয়ায় এবং নতুন আইনে শ্রমিকদের জামিন অযোগ্য ধারা, ৫লাখ টাকা জরিমানা আপাতত স্থগিত রাখার আশ্বাসের প্রেক্ষিতে চালকরা আবারও বাস চালানো শুরু করেছেন। এতে করে তিনদিন পর ওই পথ দিয়ে বাস চলাচল শুরু হয়েছে।
Leave a Reply