হিলিতে ৫০ জন প্রশিক্ষনার্থীকে চেক ও সনদ প্রদান
Published on Wednesday, February 5, 2020 at 6:32 pm

ছবিঃ হিলিতে প্রশিক্ষনার্থীকে চেক ও সনদ প্রদান
দুলাল হোসেনঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইডিএ) প্রশিক্ষণ প্রকল্পের তিন মাস ব্যাপী ব্লকবাটিক ও ট্রেইলারিং প্রশিক্ষণ শেষে দিনাজপুরের হিলিতে প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর উর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ। প্রশিক্ষণ প্রকল্পের সেলাই ও ব্লক বাটি ৫০ জন প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।
Leave a Reply