হিলিতে রাফি হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
Published on Monday, April 22, 2019 at 9:39 am

এমসি ডেস্ক: হিলিতে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের সব্বোর্চ শাস্তি ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বি মানুষ অংশগ্রহন করেন।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলা শাখার আহবায়ক
গনেশ প্রসাদ সাহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, যুগ্মআহবায়ক অলক কুমার
বসাক মিন্টু, সদস্য সচিব দিপঙ্কর সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন
মন্ডলসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা দ্রুত নুসরাত জাহান রাফির
হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী
জানান। সেই সাথে হত্যাকারীদের সব্বোর্চ শাস্তি নিশ্চিতের ও তাদের ফাসির
দাবী জানান। সেই সাথে ভবিষ্যতে যেন এধরনের কর্মকান্ড ঘটানোর সাহস করতে না
পারে সে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। এছাড়াও সকল নারী নির্যাতন বন্ধে
প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান।
Leave a Reply