হিলিতে মোটরসাইকেলসহ মাদক পাচারকারী আটক
Published on Saturday, January 18, 2020 at 4:11 pm
দুলাল হোসেনঃ দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের টাংকির মধ্যে করে ফেনসিডিল পাচারের সময় ৯৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার সালাহউদ্দিন জানান, বিজিবির একটি টহল দল আজ শনিবার সকালে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়।
এসময় হিলি অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে বিজিবি থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়, পরে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের তেলের টাংকির ভেতর হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে বিরামপুরের খুলুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। এদিকে হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ মাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে হিলির নওপাড়া গ্রামের মহসীন আলির ছেলে।
Leave a Reply