হিলিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Published on Friday, February 15, 2019 at 1:57 pm

এমসি ডেস্ক: হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, বিরামপুর উপজেলার বিজুল গ্রামের মোকলেছার
রহমানের ছেলে দেলওয়ার হোসেন, ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর গ্রামের আব্দুর
রাজ্জাকের ছেলে রেজাউল করিম।
ওসি আনোয়ার হোসেন জানান, হিলি সীমান্তের নওদাপাড়া নামক
এলাকায় মাদকের কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত
রাতে পুলিশের একটি বিশেষ টিম ওই স্থানে অভিযান চালায়। এসময় দেলওয়ার ও
রেজাউল করিম নামের দুজনকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশী করে বিশেষ
কায়দায় লুকায়িত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ
শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে
প্রেরন করা হয়েছে।
Leave a Reply