হাতীবান্ধায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
Published on Friday, November 8, 2019 at 5:39 pm
এমসি ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাত ১০ টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী শস্য গুদাম এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরল আমিন সরকার জানান, মোটর সাইকেল আরোহী হাতীবান্ধা শহর থেকে বড়খাতার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে বুড়িমারী স্থল বন্দর থেকে একটি পাথর বোঝাই ট্রাক আসে। ওই এলাকায় ট্রাকটির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটে। মৃত মোটর সাইকেল আরোহীর পরিচয় এখন জানা যায়নি। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply