হবিগঞ্জে ১৩টি রকেট লঞ্চারের শেল ও বিস্ফোরক উদ্ধার
Published on Saturday, November 23, 2019 at 8:52 pm
এমসি ডেস্কঃ হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি রকেট লঞ্চারের শেল ও কিছু বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র্যাবের একটি আভিযানিক দল এ অস্ত্রগুলো উদ্ধার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র্যাবের একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি রকেট লঞ্চারের শেল এবং কিছু বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে।’
উদ্ধারকৃত গোলা ও বিস্ফোরক দ্রব্যসমূহ পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ দল কর্তৃক ধ্বংস করা হবে বলেও জানিয়েছেন এএসপি মিজানুর রহমান।
Leave a Reply