সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
Published on Wednesday, March 8, 2017 at 8:55 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- জেলা সরাইল উপজেলার কুট্টাপাড়া এলকার মনু মিয়ার ছেলে সোহাগ (৩০) ও একই এলাকার বাছিত মিয়ার ছেলে (২৭)।
নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা এলাকায় ট্রাক অথবা অন্য কোনো যানবাহনের চাপায় ওই তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে বড় কোনো গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
Leave a Reply