সড়কে ঝড়লো এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের প্রাণ
Published on Monday, February 3, 2020 at 4:52 pm
এমসি ডেস্কঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার বলেন, সকালে মোকামতলা থেকে মোটরসাইকেলে করে দুইজন মহাস্থানগড়ে যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের মালাহার এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
অপরদিকে, শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি নাজিম উদ্দিন।
নিহতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার দেওনাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজেলা (২২), মোকামতলার মুরাদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী রনি (১৬) এবং শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চগাইর গ্রামের মামুন মিয়ার ছেলে রবিন (২৪)।
Leave a Reply