সৈয়দপুরে প্রাইভেট কারের ধাক্কায় গৃহকর্মী নিহত
Published on Tuesday, November 12, 2019 at 12:29 pm
এমসি ডেস্কঃ মাইক্রেবাসের ধাক্কায় মোমেনা খাতুন(৩৮) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন।সোমবার(১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস ধলাগাছ মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই ডাক্তারপাড়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দীকের স্ত্রী। তিনি অন্যের বাড়িতে ঝুটা কাজ করার জন্য যাওয়ার সময় এই দূর্ঘটনায় প্রাণ হারায়। তার এক ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর ওই নারীর পড়নের কাপড় গাড়ীর বাম্পারের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় গাড়ীটি ওই নারীকে টেনে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে আসে। সৈয়দপুর বাস টার্মিনালের একটু আগে আটকানো কাপড় খুলে গেলে ওই নারীর মরদেহ রাস্তায় ফেলে মাইক্রোবাসটি পালিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, এ ঘটনা ঘটিয়ে ঘাতক মাইক্রোবাসটি তারাগঞ্জ বাজারে একটি রিকশাভ্যানকেও ধাক্কা দিয়ে পালানো চেস্টা করলে মাইক্রোটি সহ চালককে আটক করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ।
Leave a Reply