সীসান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার
Published on Saturday, December 19, 2020 at 10:28 pm
জালাল উদ্দিন রুমি : দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার জলপাইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৬'শ ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন।যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা ।
শীতের কুয়াশার কারণেই সীমান্তে মাদকসহ চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে সীমান্ত এলাকার সচেতন মহল জানিয়েছেন।
২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন, ফুলবাড়ি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার সকাল ৮ টায় ব্যাটালিয়নের জলপাইতলী বিজিবি ক্যাম্প কমান্ডার গোপন সংবাদের ভিত্তত্বে ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ আবেদ এর দিক নির্দেশনায় জলপাইতলী ক্যাম্পের নায়েব সুবেদার শফি উল্লাহ সংগীয় ফোর্সসহ সীমান্তের মেইন পিলার ৩০৪/৫ সাফ পিলার হতে ৩'শ গজ বাংলাদেশ অভ্যন্তরে উষাহার গ্রামে অভিযান চালিয়ে মালিক বিহিন অবস্থায় ২ হাজার ৬'শ ৭৫ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছেন।
এ বিষয়ে ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ আবেদ উদ্ধারকৃত ফেন্সিডিলের কথা নিশ্চত করেছেন।তিনি আরো বলেছেন মাদকের
সাথে কোন আপোষ নেই ।
Leave a Reply