সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ বাহিনী আদর্শ স্থাপন করেছে-মনোরঞ্জন শীল গোপাল এমপি
Published on Wednesday, June 24, 2020 at 10:24 pm
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ বাহিনী আদর্শ স্থাপন করেছে। পুলিশ সদস্যরা আমাদের আত্মীয়। করোনা ভাইরাস থেকে জনগনকে রক্ষার জন্য তারা যে জীবনের ঝুকি নিয়ে কাজ করছে তার অবশ্যই প্রশংসনীয়। তাদেরকেউ ভাল রাখার দায়িত্ব আমাদের সকলের। তিনি বলেন, এদেশে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ প্রশংসনীয় ভুমিকা পালন করেছে এবং তাদের এই তৎপরতার কারনে জঙ্গিবাদ নির্মূল হওয়ার পথে। ঠিক তেমনি ভাবে প্রানঘাতী করোন ভাইরাসের বিস্তার ঠেকাতে আইনশৃক্সখলা বাহনীর অভিযান অবশ্যই প্রশংসীত হবে। ২৩ জুন ২০২০ মঙ্গলবার রাতে বীরগঞ্জ থানায় পুলিশ সদস্যকে মাস্ক প্রদানকালে এসব কথা বলেন এমপি গোপাল। এসময় বীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান এই মাস্ক গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply