সজিৎ চন্দ্র বর্মন নামের এক বুদ্ধি প্রতিবন্ধি নিখোঁজ
Published on Wednesday, February 5, 2020 at 9:14 pm

ছবিঃ সজিৎ চন্দ্র বর্মন
এস এম সওদাগর, ঘোড়াঘাট(দিনাজপুর): হতদরিদ্র সজিৎ চন্দ্র বর্মন নামের ২৭ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি যুবক গত ৮দিন থেকে নিখোঁজ রয়েছে। তার পরিবারের লোকজন সম্ভাব্য সকলস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। নিখোঁজ সজিৎ জয়পুরহাটের পাঁচবিবি থানার আওলাই গ্রামের গনেশ চন্দ্র বর্মনের ছেলে। হারিয়ে
যাওয়ার সময় তার পড়নে খয়েরী রংয়ের লুঙ্গি ও গায়ে হাই গলা কালো গেঞ্জি ছিল। কোন সহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৯৮০৯৬০৪৮৩ বা ০১৭১৮৬০৩৮৯৬ নম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবার আকুল আবেদন জানিয়েছেন।
Leave a Reply