শেখ হাসিনা-মমতা ঘণ্টা বাজিয়ে ইডেন টেস্টের উদ্বোধন করবেন
Published on Saturday, November 9, 2019 at 4:30 pm
এমসি ডেস্ক: বাংলাদেশ-ভারত মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি একের পর এক কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টই দুই দেশের ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্ট। এর আগে ভারত কিংবা বাংলাদেশ কেউই দিবারাত্রির টেস্ট খেলেনি। ঐতিহাসিক ম্যাচটি পেতে যাচ্ছে আরও জৌলুস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন গার্ডনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করবেন দিবারাত্রির এই টেস্টের। এছাড়া পশ্চিমবঙ্গের গভর্নর জয়দ্বীপ ধ্যানকারকেও মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া এ খবরটি নিশ্চিত করেছেন। শুধু তাই নয় এ টেস্টে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাচ শুরুর আগে গান গাইবেন এ কিংবদন্তি গায়িকা। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ।
ম্যাচটিতে আরও আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম ও ভারতের একমাত্র অলিম্পিক স্বর্ণজয়ী অভিনব বিন্দ্রাকে।
২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অঙ্গনে পা রেখেছিল নবাগত বাংলাদেশ। ওই ম্যাচের মধ্যে দিয়ে সৌরভ গাঙ্গুলি তার অধিনায়কত্বের সূচনা করেছিলেন। তাই সাবেক এ বাঁহাতি ব্যাটসম্যান ওই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলা সব ক্রিকেটারকে ইডেনে আগামী ২২ নভেম্বর আমন্ত্রণ জানাবেন।
২২ নভেম্বর ক্রিকেটের ইডেন গার্ডেনসে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এর আগে ১৪ নভেম্বর থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট।
Leave a Reply