শিশুদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল
Published on Thursday, December 19, 2019 at 7:21 pm
আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর): জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিশুদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। ১৭ ডিসেম্বর ২০১৯ইং উপজেলা পরিষদ হলরুমে সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কৃতিপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
উপজেলা সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল হাসান, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি সাংবাদিক এমএ কুদ্দুস সরকার, সুকুমার রায়, সঙ্গীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা রাজেন্দ্র দেব নাথ, বাংলাদেশ ওয়ার্ড ভিশন এপি ম্যানেজার কুহু হাগিদক। প্রধান অতিথি আরও বলেন, সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারে না। প্রতিভা বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। আর বিজ্ঞান ভিত্তিক যুগে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর সে জন্য প্রয়োজন গুনগত ও ভালো মানের শিক্ষা। সে জন্য অভিভাবক ও শিক্ষকের সমন্বয়ে শিক্ষার্থী লেখা পড়া মনোনিবেশ করাতে হবে। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নিপা রায়।
Leave a Reply