শিবনগর ইউনিয়নে প্রতিবন্ধি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
Published on Thursday, August 1, 2019 at 1:38 pm
সরকার মো. কামরুজ্জামান: ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন এর গঙ্গা প্রশাদ প্রতিবন্ধি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
১লা আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেসিক আটিস্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয় গঙ্গাপ্রসাদ রাজারামপুর ফুলবাড়ী বিদ্যালয়ের জমি দাতা সদস্য মোছাঃ রুপিয়া বেওয়া এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আখতারুজ্জামান। তিনি তার বক্তবে বলেন, প্রতিবন্ধি শিশুদের সঠিক ভাবে পরিচর্চা করার জন্য অভিভাবকদের অনুরোধ করেন। সরকার কর্তৃক প্রতিবন্ধিদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন এবং প্রতিটি প্রতিবন্ধি শিশু প্রতিবন্ধি ভাতার আওতায় আসবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বেসিক আটিস্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। সমাবেশ শেষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিল, আর্ট খাতাসহ বিভিন্ন উপকরন বিতরন করেন।
Leave a Reply