শিবগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিক পুলিশের বাড়িতে প্রেমিকা, অতঃপর…
Published on Tuesday, October 15, 2019 at 12:31 pm
এমসি ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাসায় তিনদিন যাবত অনশন করছেন একই এলাকার কলেজ পড়ুয়া প্রেমিকা। জানা গেছে, ঐ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে পুলিশ সদস্য প্রেমিক আতিকের বাড়িতে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত প্রায় তিনদিন যাবত বিয়ের দাবী নিয়ে অনশন করছেন প্রেমিকা আশিয়া আক্তার বর্ষা।
বর্ষা একই এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী। এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী আতিক ও বর্ষার প্রেমের বয়স প্রায় দুই বছর। পুলিশ সদস্য প্রেমিক আতিক ও তার পরিবার প্রেমিকা বর্ষাকে বউ হিসেবে মেনে নিতে নারাজ।
বর্ষার সাথে সম্পর্ক বিছিন্ন ও বিয়ে করতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়ে স্ত্রীর অধিকার ছিনিয়ে নিতে তিনদিন ধরে আতিকের বাড়িতে অনশন করছেন এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এদিকে আদিনা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ুয়া প্রেমিকা বর্ষার নিরাপত্তার কথা চিন্তা করে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার বাবা।
স্থানীয়রা জানান, বর্ষাকে মেনে না নিতে নানান টালবাহানা করছে আতিক ও তার পরিবার। তবে বিয়ে না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবে ও বিয়ে না করলে আতিকের বাড়িতেই আত্মহত্যা করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অনশনকারী বর্ষা।
Leave a Reply