শিবগঞ্জে বিদেশী পিস্তল সহ আটক ৩
Published on Thursday, February 7, 2019 at 1:41 pm

এমসি ডেস্ক: শিবগঞ্জ পৌর এলাকা থেকে বুধবার রাতে
একটি পিস্তল সহ ৩ জন কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি আভিযানিক দল। আটককৃতরা
হলো দাদনচক গ্রামের গাজলুর রহমানের ছেলে মো: মামুন রশিদ (ল্যাংড়া মামুন), শিবগঞ্জ
পৌর এলাকার দৌলতপুর মহাজনপাড়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে ও ছাত্রদল নেতা মো:
জানিবুল ইসলাম চোসি এবং পৌর এলাকার জালমাছমারি গ্রামের শাহজাহান আলীর ছেলে মো: নুর
আলম।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়, র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাজারের পিয়াজ পট্টি এলাকায় ডি আর মার্কেটে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্য পাচারের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে ৬ ফ্রেব্রুয়ারী বুধবার রাতে জেলার শিবগঞ্জ বাজারের ডিআর মার্কেট (পিয়াজ পট্টি) এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো: মামুন রশিদ(ল্যাংড়া মামুন), মো: জানিবুল ইসলাম জোসি ও মো: নুর আলম কে আটক করা হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে কাগজের কার্টনের ভিতর আমসত্বের মধ্যে রক্ষিত অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (মেইড ইন ইউ.এস.এ), ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়। র্যঅব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং শিবগঞ্জ থানায় এ ঘটনায় বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামুন রশিদ(ল্যাংড়া মামুন) ও জানিবুল ইসলাম জোসির বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একাধিক অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে।
Leave a Reply