শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের একদফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে মানববন্ধন
Published on Monday, October 5, 2020 at 11:58 pm
পরিমল রায় : বিশ্ব শিক্ষক দিবস ২০২০ উপলক্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের একদফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ
শিক্ষক সমিতি দিনাজপুরের নেতাকর্মীরা। আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) দিনাজপুরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতাভুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের রক্ষা করুন। আমরা অসহায় শিক্ষকরা আপনার উন্নয়নের ছোয়ায় শানিত হয়ে জীবিকার অবলম্বনকে উন্নয়ন ঘটাতে চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন বাকশিস দিনাজপুরের উপদেষ্টা অধ্যক্ষ সাইফুদ্দীন আখতার,অধ্যাপক কামরুজ্জামান লাইজু,অধ্যক্ষ মো: জালাল উদ্দীন মজুমদার, সহ-সভাপতি যথাক্রমে সুলতান সালাহউদ্দীন, মোছা: আঞ্জুমান আরা বেগম, সা: সম্পাদক আতিকুর রহমান নিউ,যুগ্ম
সা:সম্পাদক মো: রোস্তম আলী,সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply