শপথ গ্রহণ করলেন বিএনপির জাহিদুর রহমান
Published on Thursday, April 25, 2019 at 9:25 am

এমসি ডেস্ক: ৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিতরা সংসদে যাবেন না বিএনপির শীর্ষ নেতারা বার বার একথা বলে এলেও একাদশ সংসদের আইনপ্রণেতা হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান জাহিদ।
দলটির সঙ্গে নির্বাচনী জোট করা গণফোরামের দুই এমপি সুলতান মনসুর ও
মোকাব্বির খানের পর এবার ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর
শপথ নিলেন।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাহিদুর
রহমান জাহিদকে শপথবাক্য পাঠ করান। বেলা সাড়ে এগারোটার দিকে তার শপথ নেওয়ার
আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে সকালে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ গণমাধ্যমকে
জানান, উনার (জাহিদ) শপথের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসন থেকে
নির্বাচিত জাহিদের অনুরোধেই শপথের এ আয়োজন করা হয়।
একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়ী
হয়ে চমক সৃষ্টি করেন জাহিদুর রহমান জাহিদ। শপথের শপথের সিদ্ধান্তের বিষয়ে
জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply