লালমনিরহাটে ভিজি এফ’এর চাল উদ্ধার,গোডাউন মালিকের কারাদন্ড
Published on Wednesday, October 9, 2019 at 1:21 pm
এমসি ডেস্কঃ লালমনিরহাট শহরের শাহজাহান কলোনীর ডালপট্টি মোড়ে অভিযান চালিয়ে গোডাউন থেকে ভিজি এফ’এর ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল রাখার দায়ে গোডাউন মালিক ইকবাল হোসেন (৩৮)কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ভ্রম্যমানের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএস রাহসিন কবির।
কারাদন্ড ইকবাল হোসেন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ জানান, সরকারী ভিজিএফ’র চাল শহরের ডালপট্টি মোড়ের ইকবাল হোসেন চালের গোডাউন রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাত ৯টার দিকে অভিযান চালালে ভিজিএফ’র ৬৫ বস্তা চাল উদ্ধার করে। এসময় গোডাউনের মালিক ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএস রাহসিন কবির তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, বুধবার সকালে লালমনিরহাট জেলহাজতে প্রেরন করা হবে।
Leave a Reply