লালমনিরহাটে ভারতে স্বর্ণ পাচারের সময় আটক-১
Published on Thursday, February 21, 2019 at 3:35 pm

এমসি ডেস্ক: লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় ২৮ ভরি ১৫ আনা স্বর্ণসহ সুনিল বিশ্বাস (৫৮) নামে এক যাত্রীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী
স্থলবন্দর এলাকায় তাকে আটক করা হয়। সুনিল ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার
বাসিন্দা তার পিতা হলেন হরেন্দ্র বিশ্বাস।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন তথ্য পাওয়া যায় আর এ তথ্য’র ভিত্তিতে বিজিবি সহ এক অভিযান চালায় পুলিশ।
এসময় পাসপোর্টধারী যাত্রী সুনিলের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৮ ভরি ১৫
আনা ওজনের স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণে মধ্যে দু’টি স্বর্ণে বার ও
বাকি সব স্বর্ণালংকার । পরে অবৈধভাবে স্বর্ণ পাচারের দায়ে সুনিলকে আটক করে
পুলিশ।
তবে এ ঘটনায় সুনিলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply