রাজধানীতে ট্রাকের ধাক্কায় র্যাব সদস্য নিহত
Published on Thursday, October 3, 2019 at 2:57 pm
এমসি ডেস্কঃ রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।
নিহত ওই র্যাব সদস্যের নাম হাসান মাহমুদ (৩২)। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি পুলিশের একজন কনস্টেবল এবং র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক পেছন থেকে হোসেন মাহমুদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটকের পাশাপাশি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
Leave a Reply