রাজধানীতে কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা
Published on Sunday, February 2, 2020 at 12:50 pm
এমসি ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে কাউন্সিলর প্রার্থীর এক এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সুমন শিকদার (২৫)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির বালুর চরে।
শনিবার দিবগত রাত ৮টার দিকে রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে।
সুমন ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলেন সুমন। এ সময় কয়েকজন যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে জানতে চায়।
এক পর্যায়ে তারা এলোপাতাড়িভাবে সুমনকে কোপাতে থাকে। এর পর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হামলার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চেনা যায়নি।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মকুল রঞ্জন দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কোনো কারণে এ ঘটনা ঘটেনি। বরং ব্যক্তিগত বিরোধের কারণে এমনটি হয়ে থাকতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply