রংপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা বরখাস্ত
Published on Thursday, April 11, 2019 at 3:00 pm

এমসি ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম মিয়াকে দুর্নীর্তি ও তথ্য পাচার করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটি করপোরেশন সূত্রে পাওয়া, দুর্নীতি ও করপোরেশনের গুরুত্বপুর্ন তথ্য
মোবাইল ফোনে ছবি ধারণ করে পাচার করার সময় এই কর্মকর্তা হাতে নাতে ধরা পড়েন।
এ ঘটনায় মেয়র তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সেই সাথে ওই কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ জারি করেন।
পরে হিসাবরক্ষণ কর্মকর্তার দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় (স্মারক নম্বর
১৪৯৯) মোতাবেক গত ৭ এপ্রিল সিটি মেয়র মোস্তফা তাকে প্রধান হিসাবরক্ষণ
কর্মকর্তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন।
এর আগে তাকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখায় বদলি করা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহার সহ
বিভিন্ন অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত
করছে।
তবে এ ব্যাপারে রংপুরের দুদকের উপ পরিচালক ফানাফিল্লাহ জানান, ওই কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।
Leave a Reply