রংপুরে বাস উল্টে নিহত ২
Published on Saturday, August 17, 2019 at 2:14 pm
ফারুক হোসেন: রংপুরের হাজিরহাট থানায় একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
গত শুক্রবার রাতে রংপুর-দিনাজপুর সড়কের হাজিরহাটের মন্থনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আনিছুর রহমান আনিছ। তিনি দিনাজপুরের খলিলুর রহমানের ছেলে। অপরজনের নাম জানা যায়নি।
হাজীরহাট থানার এসআই সারোয়ার হোসেন বলেন, রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কান্তি পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে মন্থনা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
Leave a Reply