রংপুরে নকল ব্যান্ডরোলসহ গ্রেফতার ৩
Published on Tuesday, December 3, 2019 at 6:41 pm
এমসি ডেস্কঃ রংপুরে ৭ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুই জন নারী ও একজন পুরুষ রয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে হারাগাছ থানা পুলিশ পশ্চিম পোদ্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল জলিল, সোনালী বেগম ও সুলতানা বেগম। তাদের তিন জনের স্বীকারোক্তিতে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।এ ব্যাপারে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
একেএম নাজমুল।তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ৭ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এধরণের নকল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে। এ ঘটনায় এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
Leave a Reply