যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
Published on Sunday, January 12, 2020 at 7:23 pm
এমসি ডেস্কঃ অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বলে সতর্ক করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। সানডে টাইমসে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
বেন ওয়ালেস বলেন, “ডোনাল্ড ট্রাম্পের অধীনে যেভাবে আন্তর্জাতিক নেতৃত্ব থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে তাতে নিশ্চিন্তে থাকা যাচ্ছে না"।
যুক্তরাজ্যকে এর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও যোগ করেন তিনি।
বিশ্ব নেতৃত্ব থেকে যুক্তরাষ্ট্র যদি পিছিয়ে যায়, তবে তা কেবল যুক্তরাজ্যের জন্য নয়, সবার জন্যই অশুভ বলেও মন্তব্য করেন ওয়ালেস। তিনি বলেন, “আমরা সবচেয়ে ভালো কিছুর প্রত্যাশা করবো, তবে সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকবো”।
তিনি বলেন, “ভবিষ্যতের সংকট সামলাতে যুক্তরাষ্ট্রের ওপর যুক্তরাজ্যের নির্ভরতা কমিয়ে আনার বিষয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে”।
যুক্তরাজ্যের বাজেটে প্রতিরক্ষা খাতে কম বরাদ্দ থাকে জানিয়ে তিনি বলেন, আকাশপথে, গুপ্তচরবৃত্তিতে, নজরদারিতে এবং রসদের জোগানের জন্য আমেরিকার ওপর আমরা খুব বেশি নির্ভরশীল। আমাদের নিজেদের এসব বিষয়ে সক্ষমতা অর্জন করতে হবে”।
Leave a Reply