যুক্তরাজ্যে শুক্রবার থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
Published on Thursday, March 19, 2020 at 12:43 pm
এমসি ডেস্ক:করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল শুক্রবার(২০ মার্চ) থেকে যুক্তরাজ্যে স্কুল, কলেজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।
তবে বিশেষ চাহিদাপ্রাপ্ত শিশুদের জন্য কিছু স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করে দেয়া হয়েছে। তবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২হাজার৬শ২৬ জন। এই পর্যন্ত যুক্তরাজ্যে ৫৬ হাজার ২শ২১ জন করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে ৫৩ হাজার ৫শ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
Leave a Reply