মুক্তি পাচ্ছে হিরো ৪২০
Published on Tuesday, February 16, 2016 at 11:00 am
বিনোদন ডেস্ক: ঢাকার নুসরাত ফারিয়া, কলকাতার ওম ও রিয়া সেনকে নিয়ে নির্মিত যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ এর বাংলাদেশে মুক্তি অনিশ্চিত ছিল। আজ ১২ ফেব্রুয়ারি ভারতে এই ছবি মুক্তি পেয়েছে। এরপর ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। কিন্তু বাংলাদেশে কম শুটিং, বাংলাদেশের শিল্পীদের কম নেওয়া ও থাকলেও ছবিতে তাদের কোনঠাসা করে রাখার মতো অভিযোগ আনে এফডিসি। তাইতো ১৯ ফেব্রুয়ারি ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়াও যৌথ প্রযোজনার ছবির ক্ষেত্রে তথ্য মন্ত্রানলায়ের অনুমতি নিতে হয়। যার কোনটিই পালন করেনি এই ছবির ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অবশেষে বিশেষ বিবেচনায় যেহেতু ছবিতে ঢাকার প্রযোজকের অর্থ দণ্ড গেছে সেই কারণে মানবিক কারণ দেখিয়ে সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রনালয় ছবিটি ছাড়পত্র দিয়েছে। তারা এও বলেছেন এবারই শেষ আর কোন ছবিতে এমন ছাড় দেয়া হবেনা। যদিও যৌথ প্রযোজনার আরেক ছবি ‘ব্ল্যাক’ মুক্তির আগেও এমন সুর শোনা গিয়েছিল সেন্সর বোর্ডের কাছ থেকে। হিরো ৪২০ ছবি জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় পরিচালনা করেছেন ঢাকার সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল।
see more at - http://ccnews24.com
Leave a Reply