মিয়ানমারের সমুদ্রসীমায় ১৭ বাংলাদেশি আটক
Published on Friday, December 6, 2019 at 6:44 pm
এমসি ডেস্কঃ ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়া মাছ ধরার একটি নৌকাসহ ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির নৌবাহিনী।
শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা মিরাজ আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তারা সেখানে আটক হন।
মিরাজ আহমেদ জানান, আটককৃতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আটককৃতদের হস্তান্তর বিষয়ে কথা হয়েছে।
তবে কখন হস্তান্তর হতে পারে- এ বিষয়ে কিছু জানা যায়নি।
Leave a Reply