মিশরে শীর্ষ কর্মকর্তাসহ একদিনে ৩৭ জনের মৃত্যুদণ্ড
Published on Sunday, February 2, 2020 at 12:53 pm
এমসি ডেস্কঃ মিশরে স্পেশাল ফোর্সেস’র সাবেক শীর্ষ কর্মকর্তা হিশাম আল আশ্মাভিসহ ৩৭ জনকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এ রায় ঘোষণা করে দেশটির একটি আদালত।
রায়ে বলা হয়, হিশামসহ ৩৬ জন সন্ত্রাদবাদে যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। নিয়ম অনুযায়ী এ মামলাগুলো দেশটির গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ইসলামি আইন কর্মকর্তার কাছে পাঠানো হবে। গ্র্যান্ড মুফতির আইনি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ নতুন তারিখ ঘোষণা করেন আদালত।
এর আগে গত নভেম্বরে সন্ত্রাসবাদে জড়িত থাকার আরেক মামলায় হিশামকে মৃত্যুদণ্ড দেয় মিশরের সামরিক আদালত। এ ছাড়া দেশটির বেসামরিক আদালতেও তার মৃত্যুদণ্ড হয়েছে।
মিশরীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৪ সালে লিবিয়া সীমান্তে এক হামলায় সেনাবাহিনীর ২২ সদস্য নিহত হয়। হিশাম আল আশ্মাভিসহ দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগ ওই হামলায় অভিযুক্ত। হিশামের বিরুদ্ধে ২০১৩ সালে মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ২০১৪ সাল পর্যন্ত সিনাইভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিস হিশামের নেতৃত্বে ছিল। পরে সংগঠনটি আইএসের কাছে আনুগত্য স্বীকার করলে দেশ ছাড়েন তিনি। ২০১৮ সালে লিবিয়ায় ধরা পড়লে খলিফা হাফতারের নেতৃত্বাধীন দেশটির বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে গত বছরের মে মাসে তাকে দেশে পাঠানো হয়।
Leave a Reply