মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে-মনোরঞ্জন শীল গোপাল এমপি
Published on Saturday, July 25, 2020 at 11:11 pm
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য গোপাল বলেছেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহŸানে সাড়া দিয়ে দেশের বিত্তশালীগণ এগিয়ে এসেছেন তেমনি আগামী দিনেও সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অসহায় মানুষের জন্য এগিয়ে আসতে হবে। ২৫ জুলাই সকালে বীরগঞ্জ উপজেলার নরেশ চক্রবর্তী মেমোরিয়াল মিলনায়তনে বিএমটিসি বেইস ক্ষুদ্র ঋণ কর্মসুচির আয়োজনে সদস্য সহ স্থানীয় দের করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন। বেইস এমসিপি এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, ওসি মোঃ আব্দুল মতিন প্রধান, বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী ও অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply