মহানন্দায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯
Published on Sunday, October 6, 2019 at 2:58 pm
এমসি ডেস্কঃ মহানন্দায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। শনিবার সকালে নদী থেকে আরও পাঁচটি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে৷ কিন্তু এদিন দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজে সমস্যা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, পঞ্চমীর সন্ধ্যায় মালদার চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা। ঘটনার দিন ওই এলাকায় একটি বাইচ প্রতিযোগিতা ছিল। তা দেখতেই নৌকা করে অনেকে মুকুন্দপুর যাচ্ছিলেন। নৌকাটিতে সেইসময় প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে দাবি স্থানীয়দের। যদিও প্রশাসনের দাবি, নৌকায় ৩৫ জন যাত্রী ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠানোর জেরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। উদ্ধারকার্যের তদারকি করছেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
এ বিষয়ে আজ জেলাশাসক বলেন, “উৎসবের মরশুমে এই ঘটনা মর্মান্তিক ৷ এখনও পর্যন্ত ন’জনের দেহ উদ্ধার হয়েছে৷ প্রশাসনের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তার মধ্যে একমাত্র মৌসুমি পারভিন নামে একটি শিশুর এখনও খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে নদীতে তল্লাশি চলছে।”
Leave a Reply