ভূরুঙ্গামারীতে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত
Published on Thursday, November 28, 2019 at 1:37 pm
এমসি ডেস্কঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম জান্নাতি খাতুন (৫)। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গনাইকুরটি গ্রামের পলাশ মিয়ার মেয়ে জান্নাতি খাতুন রাস্তা পার হওয়ার সময় সোনাহাট বাজার থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোরিক্সা সোনাহাট কলেজ মোড়ে শিশুটিকে ধাক্কা দিলে সে মাথায় আঘাত পেয়ে মাটিতে পরে যায়।পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
Leave a Reply