ভূমি দস্যুদের বিরুদ্ধে অসহায় ভূমি মালিক মজিবর রহমানের মানববন্ধন
Published on Wednesday, October 16, 2019 at 5:22 pm
দুলাল হোসেনঃ গত ১৫ অক্টোবর বেলা ৩টায় দিনাজপুরের কিষান বাজারে চিরিরবন্দরের অসহায় ভূমি মালিক মজিবর রহমান ভূমি দস্যু রফিকুল, সফিকুল, মোহসীন, মাহতাব, আব্বাস, আজিজুল, মাহবুব ও রানার বিরুদ্ধে ঘন্টা ব্যাপি এক মানববন্ধনে অংশ নেন। ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টার নেশনাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমি দস্যুতার শিকার অসহায় ভূমি মালিক মজিবর রহমান ও বেসরকারি সংস্থা (সিডিসি’র) নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। মানববন্ধনে অংশ নেন প্রায় শতাধিক মানুষ। প্রোগ্রামটির সহযোগিতায় ছিলেন বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর।
Leave a Reply