ভারতে কারাভোগের পর ১৯ বাংলাদেশিকে হস্তান্তর
Published on Friday, December 13, 2019 at 4:05 pm
এমসি ডেস্ক: দুই বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।ভারতে কারাভোগের পর ১৯ বাংলাদেশিকে হস্তান্তর
বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ওই ১৯ যুবকের বাড়ি নড়াইল, দিনাজপুর ও বরিশাল জেলায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন খান জানান, চাকরির আশায় ২ বছর আগে বাংলাদেশি ১৯ যুবক দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায়। পরে তামিলনাড়ু পুলিশ তাদেরকে শহর থেকে আটক করে। আদালতে সোপর্দ করলে আদালত তাদের ২ বছরের সাজা প্রদান করে।
১৯ বাংলাদেশি যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান।
Leave a Reply