বড় লক্ষ্য তাড়ায় পারল না বাংলাদেশ
Published on Monday, December 26, 2016 at 12:26 pm
ব্যাটিংয়ে বাজে শুরু আর বোলিং বাজে শেষের মাশুল দিল বাংলাদেশ। ভালো শুরু সাড়ে তিনশ’ ছুঁই ছুঁই লক্ষ্যও হয়তো তাড়া করা যেত। কিন্তু বাজে শুরুর পর আর পেরে উঠেনি মাশরাফি বিন মুর্তজার দল।
৭৭ রানে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ। নিউ জিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে এটি তাদের টানা অষ্টম পরাজয়।
টম ল্যাথামের শতকে ৭ উইকেটে ৩৪১ রান করা নিউ জিল্যান্ড বাংলাদেশকে বেধে রাখে ২৬৪ রানে। ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ব্যাটে-বলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। হারের সঙ্গে যোগ হয়েছে মুশফিকুর রহিমের চোটের দুর্ভাবনা।
Leave a Reply