বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা নবাবগঞ্জে প্রেস ব্রিফিং
Published on Friday, November 15, 2019 at 1:27 pm
এমসি ডেস্ক: জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের সাথে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এছাড়াও প্রেস ব্রিফিং’এ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাহাদত মোঃ সায়েম আলী, মোঃ রাশেদুল কবির রাজু, মোঃ এনামুল হক, মোঃ রহিম বাদশা, মোঃ মনোয়ার হোসেন ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ১৬ জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং’এ উপজেলা নির্বাহী অফিসার বলেছেন- সরকার প্রতি বছর উপজেলা পর্যায় থেকে ১ হাজার নারী-পুরুষদের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য প্রেরণ করবে। কোন ব্যক্তি যেন দালাল ও তদবীরকারকের কাছে না গিয়ে বৈধভাবে সরকারী ব্যবস্থাপনায় বৈদেশিক কর্মসংস্থানে এগিয়ে আসুন। বৈদেশিক কর্মসংস্থানের জন্য কর্মীদের ব্যাপক প্রচারের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন ও দক্ষ করে গড়ে তুলে বিদেশে পাঠানো সার্বিক ব্যবস্থা নেয়া হবে। আসুন জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই।
Leave a Reply