বৃটিশ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন
Published on Tuesday, December 27, 2016 at 10:00 am

252 Views

২৫ ডিসেম্বর ব্রিটিশ পপ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী শিল্পী।
২৫ ডিসেম্বর জর্জ মাইকেলের মুখপাত্র জানিয়েছেন, অতি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র, ভাই এবং বন্ধু জর্জ ক্রিস্টমাসের দিনে শান্তিতে ওপারে পৌঁছেছেন। তার পরিবার গভীর শোকের মধ্যে কাটাচ্ছে। তাই আপাতত এ নিয়ে আর কোন মন্তব্য করা হবে না।
এ খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক মিডিয়াগুলো। পুলিশের ধারণা স্বাভাবিক মৃত্যুই হয়েছে জর্জের। ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এরপর ভিয়েনা হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তবে তখন থেকেই তার শারিরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল। তবে ডেইলি মিররে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি হার্ট-অ্যাটাকে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সংগীতাজ্ঞনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply