বীরগঞ্জে পুলিশের অভিযানে ১২৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
Published on Sunday, December 8, 2019 at 7:34 pm
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে পুলিশি অভিযানে ১২৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নিদের্শনায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেসের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের মৃতঃ পিয়ার ব· এর ছেলে মোঃ ইয়াসিন আলী (৫৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ৯৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ¦বতী গণপৈত গ্রামের মৃতঃ আব্দুল হামিদের ছেলে মোঃ আব্দুল কাইয়ুমের বাড়ীতে অভিযান চালিয়ে ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও আব্দুল কাইয়ুম পালিয়ে যায়।
বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশি সুপার মোঃ আব্দুল ওয়ারেস জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, জুয়া, নারী নির্যাতনের বিষয়ে কোন ছাড় নেই। এব্যাপারে বীরগঞ্জ থানায় এস আই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-৪ তাং-০৮/১২/২০১৯ ইং।
Leave a Reply