বীরগঞ্জে লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Published on Thursday, January 30, 2020 at 11:18 am
আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ-কাহারোলে গত মঙ্গল ও বুধবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত শ্রমজীবি মানুষ এবং দুঃস্থ এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেন এর উদ্যোগে জোন চেয়ারপার্সন লায়ন ড. আব্দুল হক, লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন এর পৃষ্ঠপোষকতায় এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন ওবায়দুর রহমান মুকুল এর দিক নির্দেশনায় দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল
উপজেলায় ৫ শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত শ্রমজীবি মানুষ এবং দুঃস্থ এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, হিমালয়ের পাদদেশে তীব্র শীত-হিমেল হাওয়ায় আর ঘন কুয়াশায় উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে কনকনে শীত। এতে করে কষ্টে আছে অসহায় হতদরিদ্র শীতার্ত শ্রমজীবি মানুষ এবং দুঃস্থ এতিম। এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেন। কম্বল বিতরণকালে লায়ন ক্লাবের সেক্রেটারি লায়ন ওয়ারিস উল ইসলাম অলি ও ক্লাব মেম্বার লায়ন আব্দুর রাজ্জাক ও অন্যরা
উপস্থিত ছিলেন ।
Leave a Reply