বীরগঞ্জে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতার ৫০/-টাকা কেটে নেওয়ার অভিযোগ
Published on Wednesday, July 1, 2020 at 11:53 pm
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে কবিরাজহাট জনতা ব্যাংক শাখায় ভাতা ভোগির কাছে ৫০/-টাকা কেটে নেওয়ার অভিযোগ করেছে ভাতাভোগি ও সংশ্লিষ্ট ইউপি সদস্য। উপজেলা সদর ৭ কিলোমিটা পশ্চিমে ভোগনগর ইউপি সদস্য ডাঃ শাহজান আলী সাজু ও ভাতাভোগির ছেলে শহিদুল ইসলাম অভিযোগ করেন, কবিরাজহাট জনতা ব্যাংক শাখায় ২৮ জুন ভোগনগর ইউনিয়নের ৩১০ জন বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী কার্ড ধারীদের ভাতার টাকা প্রদানকালে ব্যাংক কর্মকর্তা নুর আলম প্রত্যেকের কাছে বাধ্যতা মুলক ৫০/-টাকা হারে কেটে নিয়েছে। কবিরাজহাট শাখা ব্যবস্থাপক মোঃ তোফায়েল হোসেন জানান, আমি ঘটনাটি এইমাত্র শুনলাম, লিখিত অভিযোগ পেলে উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে। শাখা ব্যবস্থাপকের সাক্ষাতে অভিযুক্ত নুর আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
Leave a Reply