বীরগঞ্জে ব্যবসায়ীর গোডাউনের ১৪০ বস্তা ধান চুরির অভিযোগে সফিউল গ্রেফতার
Published on Tuesday, September 29, 2020 at 11:33 pm
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :বীরগঞ্জে ব্যবসায়ীর গোডাউনের ১৪০ বস্তা ধান চুরির অভিযোগে সফিউল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার নিজপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও দাড়িয়াপুর গ্রামের হাজী হেফাজ উদ্দিনের ছেলে দিনার উদ্দিন অভিযোগ করেন যে, গত ১৮ আগষ্ট সকালে একই গ্রামের মোকবুল হোসেন ফুকুনের ছেলে সফিউল ইসলাম (২৫) ও রবিউল ইসলামের ছেলে গোলাম রব্বানী (২০) কল্যানী বাজারের গোডাউনে মজুদ ১৪০ বস্তা ধান যার আনুমানিক মুল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা ২৯ জাতের ধান চুরি করে আত্মোগোপন করেছে। নিজপাড়া ইউপি চেয়ারম্যান খালেক সরকারকে বিষয়টি জানালে তিনি থানায় মামলা করতে নিষেধ করে বলেন, চোরদের কাছ থেকে ধানের টাকা আদায় করে মিমাংসা করে দিবেন। তিনি চোরদের সাথে একধিকবার গোপনে গোপন বৈঠক করেন এবং আজকাল বলে এক মাস সময় ক্ষেপন করেন কোন কিছু না করেই সময় কাটান। উল্লেখিত গোডাউনের থেকে ধান চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে সফিউল ইসলামকে গ্রেফতার করে ২৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
Leave a Reply