বীরগঞ্জে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
Published on Wednesday, September 18, 2019 at 12:17 pm
আবেদ আলী, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, আবাশিক মেডিকেল অফিসার ডাঃ সমরেশ দাসের সভাপত্বি বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল হাসনাত, মেডিকেল অফিসার ডাঃ ফারজানা ইয়াসমিন ও বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবেদ আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্য সকল চিকিৎসক বৃন্দ, সকল মেডিকেল অফিসার, সকল নার্সিং কর্মকর্তা, অন্য সকল কর্মকর্তা-কর্মচারী, পিন্ট্র- ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্য-মান্যব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও দৃষ্টি আকর্শন করে বিভিন্ন উদাহারন দিয়ে বলেন, হাসপাতালে আগত রোগির অভিভাবক ডাক্তার ও সিস্টারা। তাদের রোগ মুক্তি ও সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে আমরা সকলে চাকুরী করতে এসেছি। সুতরাং সকল রোগীর দেখভাল করার দায়িত্ব আমাদের। এই প্রতয় নিয়ে রোগীর প্রতি যত্নশীল হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply