বীরগঞ্জে নদীর ভাঙন এলাকা পরিদর্শন কালে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান -এমপি মনোরঞ্জন শীল গোপাল
Published on Saturday, June 27, 2020 at 8:49 pm
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি উপজেলার ঢেপা সংযোগ নদীর ভাঙন কবতিল এলাকা পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। ২৬ জুন বিকেলে নদী ভাঙ্গনের কথা শোনার সাথে সাথে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর এলাকায় যান এবং এলাকার প্রায় সাড়ে তিন শত পানিবন্ধি পরিবারের লোকজদের খোজ খবর নেন। এসময় তিনি জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরিদর্শনের সময় ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, নিজপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক রহমত আলী উপস্থিত ছিলেন।
Leave a Reply